বঙ্গবন্ধু সেতুতে কাভার্ডভ্যান- মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ১

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৩৮ এএম, বুধবার, ২৫ মার্চ ২০২০ | ৪০৭
বঙ্গবন্ধু সেতুতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 
 
২৫ মার্চ, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অংশে এই ঘটনা ঘটে।
 
এঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সকালে মোটরসাইকেলটি বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় টোল দিয়ে সেতু পাড় হওয়ার জন্য যাচ্ছিল।
 
এসময় মোটরসাইকেলটি সেতুর পূর্ব ভায়াডাক্টে প্রবেশের সময় একটি কাভার্ডভ্যানে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক মারা যায়। এঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহীকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।