ধনবাড়ীতে অগ্নিকান্ডে ৯ দোকান ভস্মিভূত

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ | ৫২০

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মিভূত হয়েছে। বাজারের মা-টেইলার্স বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে মুহুর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।  

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ মা টেইলার্সে আগুন লাগে। বাজারে লোকজন কম থাকায় আশাপাশে ছড়িয়ে পড়ে ৯টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে, নাছিম-লালন ভাই ভাই ক্রোকারী স্টোর, আশা মিস্টান্ন ভান্ডার, আল আমিন অ্যান্ড ব্রাদার্স, আর্ট গ্যালারি, খেলা ঘর, আকবর ইলেকট্রিক, দুলাল বেডিং স্টোর, শাহিন ইলেকট্রনিক্স, সাইফুল ইলেকট্রনিক্স। 

মা-টেইলার্সের মালিক আরিফুল ইসলাম, ক্রোকারী স্টোরের মালিক গিয়াস উদ্দিন ও সাইফুল ইলেকট্রনিক্সের মালিক সাইফুল ইসলাম সহ ক্ষতিগ্রস্তরা জানায়, অগ্নিকান্ডে প্রায় তিন কোটির টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনের সংবাদ পেয়ে রাতেই ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া ও বীরতারা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি ঘটনাস্থলে উপস্থিত হন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।