শিক্ষার পাশাপাশি বিনোদনের কোন বিকল্প নেই- শহীদুল ইসলাম


শিক্ষার পাশাপাশি বিনোদন সাংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই । তাই আমাদের ছেলে মেয়েদেরকে মেধা বিকাশে আমাদের কে শিক্ষার পাশাপাশি বিনোদন সাংস্কৃতি চর্চা করাতে হবে।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ী ইউনিয়নের পাহাড়ী গারো অধ্যষিত চুনিয়া গ্রামে চুনিয়া বনানী আচিক সাংস্কৃতি ক্লাবের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী কমিশনার ভূমি এম.এ করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরোওয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা প্রমূখ। জিআর প্রকল্পের আওতায় ৯ ব্যান্ডেল ঢেউটিন ও টিআর এর ৩ লক্ষ টাকা ব্যায়ে ক্লাবটি নির্মাণ করা হয়েছে।
এসময় মধুপুর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান সহ এলকার রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।