ভূঞাপুরে উপজেলা পর্যায়ে শহীদ মিনার উদ্বোধন


টাঙ্গাইলের ভুঞাপুরে উপজেলা পর্যায়ে প্রথম শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলা পরিষদের সামনে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করেন টাঙ্গাইল-২ ( ভূঞাপুর - গোপালপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির।
পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে উপজেলার রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য বিভিন্ন সংগঠন থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাসরীন পারভীন, উপজেলা সহকারি কমিশনার মো. আসলাম হোসাইন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল তালুকদার ছানু, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাধারন সম্পাদক অাব্দুর রাজ্জাক, উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মামুন সরকরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী , রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।