আসামিকে গ্রেপ্তার করায় সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুর


রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ কর্তৃক এজাহারভুক্ত রুবেল মিয়া নামে আসামিকে গ্রেপ্তার করায় সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।
এঘটনায় আহত দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত শনিবার (১৫ই ফেব্রুয়ারি) রংপুর সিটি কর্পোরেশনের আশরাতপুর নামক এলাকায় দুপুর আড়াই ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়- রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার অন্তর্ভুক্ত আশরাতপুর এলাকায় মৌজা-তাজহাট, জেএল নং-৯৭,সি.এস খতিয়ান নং-১১২০,এস.এ খতিয়ান নং-৯০৯,সাবেক দাগ নং-৬৮৮ জমির ১২৭ শতকের মধ্যে ২০ শতকে জাহিদুল ইসলাম বায়তি মালিকের ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। জাল দলিলের মাধ্যমে জমি দখল করার চেষ্টা করলে চাচা মকবুল হোসেন গত ১৩/০২/২০২০ তারিখে থানায় মামলা করেন। যাহার মামলা নং-১৩। যাহার দন্ডবিধি ধারা-১৪৩/৪৪৭/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬/
এ ঘটনায় মহির উদ্দিন ও মকবুল হোসেন আহত হলে দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন রয়েছেন।
সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর হাত থেকে রক্ষা পেতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর হস্তক্ষেপ কামনা করছেন পরিবারটি।