মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ২য় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে এক অলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ’ঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ ইকবাল মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ মিরাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজি এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান সিআইপি ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
এসময় বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।