মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ পিএম, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ | ৪৪৩
টাঙ্গাইলের মধুপুরে গভীর বন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ২ নং জলছত্র বন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
ধারণা করা হচ্ছে, প্রায় ১৫-২০ দিন আগে দুর্বত্তরা তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।