লালপুরে মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানী বন্ধে শপথ

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২১ এএম, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ | ৩৯৩

নাটোরে লালপুর উপজেলায় মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ ফেব্রুয়ারী বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহীন রেজা ।

এসময় আরাও উপস্থিত ছিলেন নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন, ওসি লুৎফর রহমান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম, ভেল্লাবাড়িয়া ফাজিল মাদ্রসার অধ্যাপক মওলানা আকবর হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিতদের মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন জাইকা প্রতিনিধি কাজী রাশেদ শিমুল।