টাঙ্গাইলে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | ৭৬৫

টাঙ্গাইলে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দাইন্যা ইউনিয়নে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে-মেয়েদের দৌড়, লাফ-দাফ-লাফ, দৈর্ঘ্য লাফ, চাতকি নিক্ষেপ, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ঐহিত্যবাহী গ্রাম্য প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য, ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর মণ্ডল, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মো. আবু তাহের, সাবেক ইউপি সদস্য মো. লিয়াকত আলী মণ্ডল, মুক্তিযোদ্ধা আ. মজিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. আশরাফুজ্জামান, মো. নজরুল ইসলাম ও শিরিন বেগম।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।