নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ১০৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সোমবার দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগে সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মিঞা, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স, মোছা. ফরিদা বেগম টুলটুল, সোহেলা রানা , মো. নূর আজিম দিদার, মো. আরশেদ আলী, মো. মিজানুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।