অর্ধ লক্ষাধিক টাকার মূল্যের খড়ের পালাতে আগুন দিল দুবৃত্তরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ | ৪৯১

টাঙ্গাইলের ধনবাড়ীতে  অগ্নিকান্ডে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়তি হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বন্ধচরপাড়া গ্রামের  এর প্রায় ২০-২২ বিঘা জমির ধান ক্ষেতের খড়ের পালাতে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা।

এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। 

খড়ের মালিক  আব্দুস সাত্তার জানায়, কে বা কাহারা পূর্বশত্রুুতার জের ধরে আমার প্রায় ২০-২২ বিঘা জমির ধান ক্ষেতের খড়ের পালাতে আগুন ধরিয়ে দেয়। এসময় রাস্তার পথচারীরা আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে আমরা দেখতে পারি। এতে আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে । 

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানায়, দ্রুত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছে ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই।