বড়াইগ্রামে প্রতারণার মামলায় পিতা-পুত্র আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | ৪১৯

নাটোরের বড়াইগ্রামে বিদেশ পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আতœসাৎ ও ভূয়া চেক প্রদানের অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আকতার হোসেন ওরফে আক্কাস ও তার ছেলে আব্দুল ওয়াহাব।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবীব জানান, প্রায় বছর খানেক আগে আব্দুল ওয়াহাব নারায়ণগঞ্জের আরিফ মিয়া নামে এক যুবকের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা নেন। কিন্তু তিনি আরিফকে বিদেশ না পাঠিয়ে ঘুরাতে থাকেন। পরে আরিফ টাকার জন্য চাপ দিলে আব্দুল ওয়াহাব তাকে একটি চেক দেন। কিন্তু চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হলে আরিফ তাদের দুজনের নামে প্রতারণার মামলা করেন। সে মামলা অনুযায়ী সোমবার রাতে পুলিশ তাদেরকে আটক করে। পরে মঙ্গলবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।