টাঙ্গাইল সদরে মুজিব বর্ষ ক্ষণগণনা শুরুর উদ্বোধন


মুজিব বর্ষ ক্ষণগণনা শুরুর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালীর নেতৃত্বে ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. ছানোয়ার হোসেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ‘মুজিবের উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. শাহজাহান আনছারী। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন।
বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগ জেলা শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম মাষ্টার ও সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, গ্রামজোকা-বিলজোকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম মাজহার, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র রেজা আবদুল্লাহ ও জোবায়দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান টুনি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) উপমা ফারিসা।
বিকেলে মুজিব শতবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।