মির্জাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা আয়োজন

মির্জাপুর,(টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৮ পিএম, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ | ৫৬৩

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক  অসুশ্ঠান।

শনিবার সকাল দশটায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে পুরাতন বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে শোভাযাত্রাটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক।

আলোচনায় অংশ নেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈযদ ওয়াহীদ ইকবাল, বিআরডিবি চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোনে খান প্রমুখ।