মির্জাপুরে এতিম ও দুস্থদের মাঝে এমপি’র শীত বন্ত্র বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুরে এতিম ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।
মঙ্গলবার বিকেলে নিজ বাস ভবনে আলহাজ ওয়াজ উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে তিনি এই শীত বস্ত্র বিতরণ করেন।
এর আগে তিনি উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় নেতাকর্মীর মাধ্যমে প্রায় তিন হাজার গবীর ও দুস্থদের মাঝে শীত বন্ত্র বিতরণ করেন।