নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পইন নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫১ পিএম, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | ৪১৯

নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পইন নিয়ে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর জেলা সির্ভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১১ জানুয়ারী নাটোর জেলায় ২৪৫০২৪৫৮২২জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নাটোরে ৬-১২মাস বয়সী ২৬৭৩৭জন শিশু নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২১৯০৮৫জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পইন নাটোর জেলায় সাতটি উপজেলায় মোট এ কাজে ১৩৮৮টি কেন্দ্রে ২২৮৭জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ খাওয়াবেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শিশুর বয়স ৬মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত সুষম খাবার খাওয়াতে হবে এবং প্রতিদিন খাবারের তালিকায় ভিটামিন এ জাতীয় খাদ্য রাখতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নিওটেশন কোঅডিনেটর ডাঃ আবু বোরহান এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ রাসেল।