জানাযা পড়তে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ১১:২৫ এএম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ | ৪৯২
একটি দূ্র্ঘটনা পুরো জীবনের কান্না। আজ শুক্রবার সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জাজিরা গোলনা বাজার হইতে বগুড়া মোকামতলা মৃত্যু জামাতা রুহুল আমিন (৩০) এর জানাযার নামাজে অংশগ্রহণ করতে শ্বশ্বুর বাড়ীর ১৪ সদস্য রওনা হয় ভোরবেলা।
 
মাইক্রোবাসে করে  জানাযার নামাজে অংশগ্রহণ করতে গিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী অবিলের বাজার নামক স্থানে ভয়াবহ এক মোড়ে ঢাকা থেকে ভাউলাগঞ্জ গামী আজিজ ট্রাভেলস্  (ঢাকা মেট্রো -ব ১৪-৮৫৬৬) এর সাথে মাইক্রোবাস ( ঢাকা মেট্রো- চ ১১-৯৫৮২) মুখোমুখি সংঘর্ষ হয় সকাল ৮ টা ত্রিশ মিনিটে।
 
এসময় ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন জহুরুল ইসলামি (৬৫) পিতা মোবারক হোসেন,  আনোয়ারা বেগম (৬২) স্বামী আব্দুর রউফ তারা দুজনেই ভাইবোন। এ ছাড়াও একজন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যূবরন করেন। তার নাম জানা সম্ভব হয়নি। 
 
দূর্ঘটনায় উদ্ধারকৃত আহত ব্যক্তি মোবারক হোসেন (৩৫) জানান, আমাদের পরিবারের মাইক্রোবাসে মোট ১৪ জন ছিলো, তার মধ্যে দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন, আর দুজন আশঙ্কাজনক অবস্থা। ঘটনাস্থলে মৃত্যু জহুরুল হোসেনের তিন ছেলে আলমগীর হোসেন (৩২), জাহাঙ্গীর হোসেন (২৮), সেলিম হোসেন (২৪), শাহানাজ বেগম (৪৫) এবং তার ছেলে নুরুল ইসলাম (২২) আহত হোন। 
 
দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজে ভর্তি করান।
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. হারুন-অর রশিদের সাথে কথা হলে তিনি জানান, আমি খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করি এবং সর্বশেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করি।
 
কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ রেদওয়ানুজ্জামান বলেন, আমরা ঘটনা খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার কাজ করি।