নুর আহমদ সওঃ এর জানাজায় মানুষের ঢল


মরহুম নুর আহমদ সওঃ এর জানাজা জুমাবার সকাল ১১ টায় তরছঘাট সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে শোকাহত মুসল্লির ঢল নামে। চকরিয়া - পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলম (বিএ অনার্স এমএ), চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পেকুয়া সাবেক সাংসদ আলহাজ্ব মওলবী ইলিয়াছ, চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম সহ চকরিয়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, অসংখ্য আলেম ওলামা ও মরহুমের লাখো শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
উল্লেখ করা যায়, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর তরছঘাট সওদাগরপাড়া নিবাসী, চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্য, চকরিয়া কোরক বিদ্যাপীঠের দাতা সদস্য, চকরিয়া মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার প্রতিষ্টাতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব নুর আহমদ সওদাগর ঢাকা এ্যাপোলো হাসপাতালে ২ জানুয়ারি'২০ ভোর ৫ টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মরহুম হাজ্বী নুর আহমদ সওদাগরের নামাজে জানাযা পরিচালনা করেন, চকরিয়া চিরিংগা বাইতুশরফ মসজিদের সাবেক খতিব মাওলানা হাফেজ বশির আহমদ।
জানাজায় সর্বস্তরের শোকাহত মানুষের উপস্থিতিতে চিরবিদায় জানানো হয়েছে ।