টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | ৫৬৩

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার সকালে বৈশাখী টিভি’র ১৫ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ আতাউর রহমান আজাদ, সরকারি কৌশলি এস আকবর খান, চারণ কবি এমএ ছাত্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।