নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | ৫৬২

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, টাঙ্গাইল প্রেসক্লাব।

অপরদিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর স্মৃতিস্তম্ভে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, টাঙ্গাইল চেম্বার অফ কমার্স, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

পরে সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্চপাস্টের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে গোটা স্টেডিয়াম এলাকা। পরে অংশগ্রহণকারীদের এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।