মোরেলগঞ্জ এতিম দুঃস্থদের দোয়া মাহফিল

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
প্রকাশিত: ০৮:২৫ পিএম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ | ৪২৪

বাগেরহাটের মোড়েলগঞ্জে “সৃষ্টির সেবায় সামাজিক খেদমতের অঙ্গীকার” নিয়ে প্রতিষ্ঠিত মোড়েলগঞ্জ এতিম দুঃস্থ ফাউন্ডেশন ইয়াতিম অসহায়ও দুঃস্থদের সম্মানে মিলাদ ও দোয়া মাহফিল ভোজের আয়োজন করা হয়।

মোরেলগঞ্জ এতিম দুঃস্থ অসহায় ফাউন্ডেশনের  সম্পাদক নুরইসলাম মোল্লা বলেন,কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সক্ষম হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন।ভবিশ্যতে যাতে অসহায় মানুষকে আরও বেশি বেশি সেবা দেয়া যায় সে জন্য ফাউন্ডেশনের কার্যক্রমকে জোড়দার করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন।ভবিশ্যতে চিকিৎসা সেবা দেয়া হবে।

উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ এতিম দুঃস্থ  ফাউন্ডেশনের  সম্পাদক নুরইসলাম মোল্লা. ডা রমিজ উদ্দিন শেখ. সুমন.  মজনু মোল্লা.তপু হাওলাদার.মো ফরিদ শেখ. ফারুক মোল্লা, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  শেখ সাইফুল ইসলাম কবিরএবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভোজের আয়োজন করা হয়।