পুলিশের সোর্স আল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | ৪৫০

মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশের সোর্স আল আমিনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে টাঙ্গাইলের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহাবুবার আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদলত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক জানিয়েছেন।

এর আগে শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার বেলতৈল এলাকা থেকে পুলিশের ওই পলাতক সোর্স আল আমিনকে গ্রেপ্তার করে সখীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তবে পালিয়ে যাওয়া কনস্টেবল আ. হালিম ও তোজাম্মেল হক এখনো পলাতক রয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুরের ভাতকুড়াচালা গ্রামে গণধোলাইয়ের শিকার হন ওই পাঁচ পুলিশ ও দুই সোর্স। তাঁদের মধ্যে এক সোর্স ও দুই পুলিশ কনস্টেবল পালিয়ে যেতে সক্ষম হন।

এদিকে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, দুই কনস্টেবল রাসেলুজ্জামান ও গোপাল সাহা এবং সোর্স হাসানকে দুইদিনের রিমান্ড শেষে রোববার টাঙ্গাইলের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহাবুবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।