কুবিতে সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ এএম, রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | ৪৯৫

সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ৭দিন  বৃদ্ধি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন । শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্যের সত্যতা নিশ্চিতি করছেনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ র্কমর্কতা মোহাম্মদ এমদাদুল হক।

এটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।২০২০ সালরে ২৭ জানুয়ারি সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রীপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে।
 
সংশ্লিষ্ট ডিগ্রীপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।