পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মত ভর্তির আবেদন অনলাইনে

তনয় বিশ্বাস
প্রকাশিত: ১০:৩৩ এএম, রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | ৯৫৪

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবছর প্রথমবারের মত ভর্তির আবেদন করা যাবে অনলাইনে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণিতে প্রভাতী ও দিবা শিফটে বালক ও বালিকা ভর্তি করা হবে।

৬ষ্ঠ শ্রেণিতে প্রভাতী শিফটে তিনটি শাখায় ১৮০ জন মেয়ে এবং দিবা শিফটে তিনটি শাখায় ১৮০ জন ছেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবছরই প্রথমবারের মত প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে করা হয়েছে। ভর্তির পরীক্ষার আবেদন অনলাইনেই করতে হবে।

বিদ্যালয় থেকে কোন ফরম বিতরণ করা হবে না। প্রার্থীরা চাইলে নিজের ঘরে বসেই অথবা অনলাইনের দোকানে  গিয়ে  প্রতিষ্ঠানের এই ওয়েবসাইটে http://Policelinesahstangail.edu.bd

প্রবেশ করে ভর্তি ফরম পূরণ করে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপ্রত্র সংগ্রহ করতে পারবে। অনলাইনে আবেদন করা যাবে আজ ১ ডিসেম্বর থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করার তিন দিন পর থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

রকেটের মাধ্যমে চার্জ ব্যতীত আবেদন ফি ২০০ টাকা বিলার আইডি ২৯২৯ এ পাঠাতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। বাংলা বিষয়ে ৩০ নম্বর, ইংরেজী বিষয়ে  ৩০ নম্বর এবং গণিত বিষয়ে  ৪০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, “ আমাদের প্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় স্যারের নির্দেশেই এবছরই প্রথম অনলাইনে ভর্তির আবেদনের পদ্ধতি চালু করা হয়েছে।

এতে করে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী তাদের অভিভাবকদের কষ্ট করে বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই।

তারা চাইলে নিজের ঘরে বসেই অথবা অনলাইনের দোকানে গিয়ে ভর্তির আবেদন করতে পারবে। আশা করছি এই প্রক্রিয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের অনেক সুবিধা হবে।”