বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | ১৩৫৪

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে বরুহা সেবাসংঘের উদ্দ্যেগে বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শুক্রবার বিকালে বরুহা ফুটবল খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

এসময় তিনি বলেন ফুটবল খেলাটি অতি প্রাচীন। কালের বির্বতনে এ খেলা বর্তমানে একটি আধুনিক খেলায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সকল খেলার পরিবর্তন হয়েছে। ক্রিকেট ও ফুটবল বাংলাদেশকে এনে দিয়েছে এক অনন্য সম্মান।

তিনি খেলোয়াদের উদ্দ্যেশে বলেন তুমি কতটা ভালো খেলোয়াড় হতে পারবে সেটা নির্ভৃর করবে তুমি কতটা আত্মবিশ্বাসী। এজন্য তোমাকে নিয়মিত ফুটবল খেলে যেতে হবে এবং পৃথিবীর নামি দামি খেলোয়াড়দের বিভিন্ন আক্রমণাত্মক শুট এবং তাদের খেলার কলাকৌশল ফলো করতে হবে। যারা পেশাদার ফুটবলের জন্য নিজেকে প্রস্তুত করতে চাও, তাদের জানা থাকতে হবে যথাযোগ্য কৌশল। কোনো কিছুতেই প্র্যাকটিসের বিকল্প নেই।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী।

খেলায় বুরবুরিয়া স্পোটিং ক্লাব ১-০ গোলে পাকুল্যা স্পোটিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হন। খেলা শেষে উভয় দলের মাঝে এমপি পুরুস্কার বিতারণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের খেলোয়ার রায়হান,ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেক হোসেন প্রমুখ।