আওয়ামীলীগের মৃত্যুবরণকারী নেতা-কর্মী পরিবারকে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান

ঘাটাইাল(টাঙ্গাইাল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৪ পিএম, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | ৩৯৮

টাঙ্গাইলে ঘাটাইলের আনেহলা ইউনিয়নের মৃত্যুবরণকারী সকল নেতা-কর্মী পরিবারদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত গণভোজ, শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

আনেহলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ভুঞাপুর পৌরসভার সাবক মেয়র মোঃ আমিনুল ইসলাম বিদ্যুৎ,প্রধান শিক্ষক ইনছান আলী,সাবেক ভাইসচেয়ারম্যান আরিফ হোসেন,আবুল কালাম আজাদ মামুন, ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মামুন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাদৎ, নেতা সামাদ মিয়া, আবু সাঈদ মন্ডল, লুৎফর রহমান আঃমজিদ ভান্ডারী , মোঃ জালাল মিয়াসহ মৃত্যুবরণকারী ২৯ জন নেতা-কর্মীদের “শ্রেষ্ঠ সংগঠক” হিসাবে তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।