বাউয়েট ক্যাম্পাস
বাউয়েট’র ১২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১২তম একাডেমিক কাউন্সিল সভা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সিল সভায় ১১তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, ফল ২০১৯ সেমিস্টারের ভর্তি বিবরণী উপস্থাপন, সামার ২০১৯ সেমিস্টারের ফাইনাল (আংশিক) এবং রেফার্ড/ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফলাফল অনুমোদন, বিভিন্ন দায়িত্ব পালনের জন্য সম্মানী হার নির্ধারনী বোর্ডের সুপারিশ অনুমোদন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস অনুমোদন, এলামনাই এসোসিয়েশনের নীতিমালা অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং বোর্ড অব ট্রাস্ট্রিজ মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ।