নাটোরে বিভিন্ন স্বেচ্ছাসেবী
মহিলা সমিতির মাঝে অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ


নাটোর বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতি গুলোর মাঝে অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গত ২০১৮-২০১৯ অর্থ বছরের ১১০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ২০ লাখ ৪০ হাজার টাকা অনুদানের চেক ও পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্র্তৃজা আলী বাবলু, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখা, সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, পারভীন আক্তার। পরে ১১০ জন সেচ্ছাসেবী মহিলা সমিতির ২০ লাখ ৪০ হাজার টাকা অনুদানের চেক ও ৫টি সেলাই মেশিন গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।