টাঙ্গাইলে টিসিবি’র উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২০ পিএম, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৬০০

টাঙ্গাইলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি’র উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তাপস পাল এবং সালাহ উদ্দিন আইয়ুবী এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে করে ভ্রাম্যমান ভিত্তিতে পেঁয়াজ বিক্রী করা হচ্ছে।

ক্রেতারা সু-শৃংখল ভাবে লাইনে দাড়িয়ে জনপ্রতি এক কেজি করে পেঁয়াজ কিনছেন। বাজার দরের চেয়ে অনেক কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশী ক্রেতারা।