চকরিয়ায় ’’যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’’র দ্বিবার্ষিক কার্যকরি কমিটি গঠিত


দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন’র “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’’ চকরিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-আলোচনা সভা ও কার্যকরি কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে ।
গত ১১ই নভেম্বর ফোরামের (২০১৮-২০১৯ইং সেশন) চকরিয়া উপজেলা শাখার কার্যকরি কমিটির মেয়াদ শেষ হলে সংগঠনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় সংগঠনের নীতিমালা অনুসারে এ শাখার কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করার জন্য দিনক্ষণ ঠিক করে ৪ সদস্য বিশিষ্ট একটি মনোনয়ন বোর্ড গঠন করে দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করেন ।
তফসিল অনুযায়ী ২৩শে নভেম্বর সকাল ১১টার সময় চকরিয়া পৌরশহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠনের নির্বাচনী মনোনয়ন বোর্ডের প্রধান, যাযযায়দিন’র সাংবাদিক মুহাম্মদ মনজুর আলমের পরিচালনায় ফোরামের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও তাদের প্রত্যক্ষ সমর্তনে আগামী (২০২০-২০২১ ইং-দ্বিবার্ষিক ) দুই বছরের জন্য “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি পরিষদের কমিটি গঠন করে নির্বাচন মনোনয়ন বোর্ড মনোনিতদের নাম ও পদবী ঘোষণা করেন ।
“যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’’ চকরিয়া উপজেলা শাখার কার্যকরি পরিষদের মনোনিতরা হলেন , মোঃ ইউনুছ উদ্দিন (সভাপতি) , রবিউল হাসান (কার্যকরি সভাপতি) , খোরশেদ আলম নাসিম (সহসভাপতি), নুরুল ইসলাম জিকু (সাধারণ সম্পাদক) ্সাইফুল ইসলাম সায়মন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), ঈরাস ঈনফাস ঈসা (যুগ্ম সাধারণ সম্পাদক) , আলী মর্তুজা টিটু (সাংগঠনিক সম্পাদক), মুহাম্মদ ইরফান মির্জা (অর্থ সম্পাদক), জিসাদ চৌধুরী (দপ্তর সম্পাদক), মিজানুর রহমান আরিয়ান ( প্রচার সম্পাদক ), দিনারুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক ), মুজিবুল হক (সাহিত্য বিষয়ক সম্পাদক ) সাহেদুল মোস্তফা সাকিব (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ), আলী রিয়াজ (ক্রীড়া বিষয়ক সম্পাদক ), হাসানুল আওয়াল সিফাত (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), জে এম রিসাত (ধর্ম বিষয়ক সম্পাদক) , মোঃ খোরশেদুল আলম (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), নিবাস ধর ( বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ) সহ আরও ৮জন সাধারণ সদস্যকে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার কার্যকরি পরিষদের নির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয় । ।
উল্লেখ্য আগামী ১০ কর্মদিবস সময়ের ভিতরে কেন্দ্রীয় সংগঠনের নিয়ম অনুযায়ী ২১ সদস্য বিশিষ্ট “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার একটি পূর্র্নাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন করে তাদের নাম ও পদবী ঘোষণা করা হবে ।
এসময় কমিটি গঠনের পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় মনোনয়ন বোর্ডের প্রধান যায়য়ায়দিন’র চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম বলেন, “ যায়যায়দিন ” দেশের পাঠকনন্দিত একটি জাতীয় দৈনিক । “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” পাঠকদের একটি অরাজনৈতিক সংগঠন।
যায়যায়দিন কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটিও মানুষের শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট জনসচেতনতামূলক একটি জাতীয় পর্যায়ের বড় প্লাটফরম। আর তাই একদিকে যেমন “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” দেশের বিপুল সংখ্যক তরুণসমাজকে সাথে নিয়ে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে ।
অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ পাঠকসমাজকে তাদের মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মাটি মানুষের মানবতার কল্যাণে তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। পরে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার নবমনোনিত সদস্যরা দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত শেষে সভা সমাপ্ত করেন ।