ঘাটাইল সেনানিবাসে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ পিএম, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | ৫৬৮

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ৭ম পপুলার ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৩ নভেম্বর) সকালে সমাপনী দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 

এসময় পপুলার লাইফ ইন্সুরেন্স এর ম্যানেজিং ডাইরেক্টর ইউসুফ আলী,বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ,ঘাটাইল গলফ ক্লাবের  সহ সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাটাইল গলফ ক্লাব ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর যৌথ আয়োজনে এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন  গলফ ক্লাবের  ১৭জন নারী ও ১২জন শিশুসহ মোট ১২৫জন গলফার অংশ নেন।