প্রাথমিক শিক্ষক সমিতির নেতাকে পিটালেন এক শিক্ষক

হাসেম আলী, ঠাকুরগাও প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০ পিএম, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮ | ৪৮৭
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফাকে পিটিয়েছে সহকারী শিক্ষক রাহাত পারভেজ। 
 
সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
 
জানা যায়,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাও সদর শাখার সভাপতি গোলাম মোস্তফা একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের অবসর ফাইলের জন্য সদর উপজেলা শিক্ষা যান।ওইসময়   বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাহাত পারভেজ শিক্ষক নেতাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তিনি শিক্ষা অফিসে কেন ধমকের সুরে জানতে চান। এতে ওই শিক্ষক প্রতিবাদ জানালে রাহাত পারভেজ তেড়ে এসে তার উপর চড়াও হয় এবং তাকে কিলঘুষি মারে।
 
উপস্থিত শিক্ষক ও লোকজন তাদের সরিয়ে দেয়।উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা ও এটিও জাহাঙ্গীর আলমের সামনে এ ঘটনা ঘটে।ঘটনার পর  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী  উপজেলা শিক্ষা অফিসার রাজাগাও ইউনিয়নে অনুষ্ঠিতব্য টেফিন ক্যাারিয়ার বিতরন অনুষ্ঠানে যোগ দিতে যান।
 
খবর পেয়ে ঠাকুরগাও সদর থানা পুলিশ গটনাস্থল পরিদর্শন করে।ততক্ষনে হামলাকারী শিক্ষক গা ঢাকা দেয়। এ ঘটনায় শিক্ষক নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে ঠাকুরগাও সদর থানায় অভিযোগ দাখিল করে। এ ঘটনায় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা জেলা প্রাথমিক অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ডেপুটেশন দেয়।
 
উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।