মিঠাপুকুরে চারজন ভূয়া পরীক্ষার্থী আটক পরীক্ষা বাতিল

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০১:৪২ পিএম, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | ৪৩২

রংপুরের মিঠাপুকুরে উপজেলায়  পিইসি পরীক্ষায় গাড়ালচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে  ভূয়া চারজন পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ ।

বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রে গিয়ে তাদের সনাক্তকরণ করেন কেন্দ্র সচিব এস এম সহিদুর রহমান।জানা যায়-ভূয়া ঐ পরীক্ষার্থীরা উপজেলার দাউদপুর কয়রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিলেন।
 
বালারহাট আলোর দিশারি কিন্টার গার্ডেন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাওন বাবু, আঃহাদী মিয়া,জয় বাবু ও রাফি মিয়া। তাদের বিদ্যালয়ের শিক্ষক ছাইফুল ইসলাম,দোলন ও তহমিদুল ইসলামের সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করেন।
 
তবে দাউদপুর কয়রার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাহমুদা বেগম এর কাছে জানতে চাইলে তিনি জানান-এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন না। তবে পরীক্ষার্থীদের প্রবেশ পত্রে মিজানুর রহমান নামে প্রধানশিক্ষকের স্বাক্ষর আছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান-ঘটনাটি জানার পর আমরা তাৎক্ষনিকভাবে ঐ শিক্ষার্থীদের সনাক্ত করি এবং তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।