কমনওয়েলথ গেমসে আরেকটি রৌপ্যপদক জয় বাংলাদেশের


দুদিন আগেই বাংলাদেশকে রূপালি সাফল্যে উদ্ভাসিত করেছিলেন আব্দুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জিতেছিলেন রৌপ্যপদক। এবার ৫০ মিটার পিস্তলেও এসেছে দারুণ সাফল্য। রৌপ্যপদক জিতেছেন শাকিল আহমেদ।
২২০.৫ স্কোর নিয়ে রৌপ্যপদক জিতেছেন শাকিল। স্বর্ণপদক উঠেছে অস্ট্রেলিয়ার ড্যানিয়েলের গলায়। তাঁর স্কোর ছিল ২২৭.২। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর নিয়ে জিতেছেন ব্রোঞ্জপদক।
এর আগে ১৯৯০ সালে শেষবারের মতো এই ইভেন্টে পদক জিততে পেরেছিল বাংলাদেশ। সেবারের কমনওয়েলথ গেমসে পিস্তলে স্বর্ণপদক জিতেছিলেন আতিকুর রহমান ও আব্দুর সাত্তার নিনি। এবার স্বর্ণপদক না জিততে পারলেও শাকিল আহমেদ ঘুঁচিয়েছেন পদক খরা। জিতেছেন রৌপ্যপদক।