নাটোরে আইডিইবি'র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


“লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে কানাইখালী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আলাইপুর এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আইডিইবি নাটোর জেলা নির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মর্তুজা আলী বাবলু, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি মোঃ কবির উদ্দিন, নাটোর জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব ও আইডিইবি নাটোর জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।