মির্জাপুরে ১ কেজি পেঁয়াজের দামে ৫ কেজি চাল


পিয়জের ঝাঁজে টাঙ্গাইলের মির্জাপুরে অস্থির ক্রেতারা। মঙ্গলবার মির্জাপুরের বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। একই বাজরে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। এ অবস্থায় ১ কেজি পিয়াজের দামে ৫ কেজি চাল পাওয়া যাচ্ছে।
গত দুই মাস যাবত মির্জাপুর বাজারে পিয়াজের দাম লাগামহীনভাবে বৃদ্দি পাচ্ছে। অভিযোগ রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে মির্জাপুর বাজারে ইচ্ছেমত পিয়াজের মুল্য নির্ধারন করা হয়। সেজন্য পিয়াজের মুল্য কমার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা।
সোমবার মির্জাপুর বাজারে পিয়াজের মুল্য ছিল প্রতি কেজি ১৩০ টাকা। এক রাতের ব্যবধানে ২০ টাকা বৃদ্ধি পেয়ে মঙ্গলবার তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। পিয়াজের দামের এই উর্ধ্ব গতিতে একে চালের সাথে তুলনা করছেন অনেকে। ১ কেজি পিয়াজের দামে এখন ৫ কেজি চাল কেনা যাচ্ছে।
ভুক্তভোগী ক্রেতারা বলছেন প্রশাসনের নজরদারি থাকলে বাজরে সিন্ডিকেট কোন সুবিধা করতে পারবেনা।তারা পিয়াজের বাজার নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। বাজারের চা বিক্রেতা শহীদ সিদ্দিকী বলেন পিয়যাজের দাম এত বেশি হওয়ায় আমাদের খরচও বেড়ে গেছে।
বাজারের ব্যবসায়ী আলাল, মোসলেম, মহব্বত, মনজু বলছেন যে দামে পিয়াজ কিনতে হয় তার চেয়ে কিছু মুনাফায় তারা বিক্রি করছেন। পিয়াজের বাজার নিয়ন্ত্রনে তাদের কিছু করার থাকেনা।
এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হককে এখনি বাজারে খোজ নিয়ে বলবেন।