টাঙ্গাইলে ২য় সেনা কল্যাণ সংস্থা গলফ টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ | ৬২০

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ২য় সেনা কল্যান সংস্থা কাপ গলফ টর্নামেন্ট আজ শনিবার সমাপ্ত হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের সমাপনী দিনের খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 

এসময় অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সেনা কল্যান সংস্থা ও ঘাটাইল গলফ ক্লাবের যৌথ আয়োজনে এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের ১২৩ জন গলফার অংশ নিয়েছেন।