আজও টাঙ্গাইলে সাতজন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ধনবাড়িতে তিন জন, টাঙ্গাইল সদরে দুই জন, নাগরপুর ও মধুপুরে একজন করে রয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৭৮৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৩জন। আরোগ্য লাভ করেছেন ৩৫১৫ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪১৩৮ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।