এ' ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৬ পিএম, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ | ৪২৮
‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
 
আজ (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং  বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল  শনিবার (০৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য যে কুবির ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটে মোট উপস্থিতি ১৭ হাজার ৪৩৪ জন। যা মোট আবেদনকারীর ৬৫ শতাংশ। এবং 'বি' ইউনিটে মোট উপস্থিতি ২০ হাজার ৩০৪ জন। যা মোট আবেদনকারীর ৭২ শতাংশ।