ঝিনাইদহে জেলা যুবদলের আহবায়কসহ ৬ নেতা গ্রেফতার

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ১০:১১ এএম, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৬৮১

ঝিনাইদহে জেলা যুবদলের আহবায়ক সহ ৬ নেতা-কর্মীকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে তাদেরকে শহরের আদর্শপাড়া থেকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জনান, শহরের আদর্শপাড়ায় জেলা যুবদলের আহবায়ক আহসান হাবীব রনকসহ কয়েক নেতা-কর্মী নাশকতা সৃষ্টির পরিকল্পনা চালাচ্ছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে বলে তিনি আরো জানান। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।