টাঙ্গাইলে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ | ৪৪৫

বাবা মো. ছানোয়ার হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্ট্রান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছোট্ট দুইশিশু ও স্ত্রীসহ এলাকাবাসী।

সোমবার সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়ার রোডে ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচির পালিত হয়।

মানববন্ধনে নিহতের ছেলে পঞ্চম শ্রেণি পড়ুয়া মুশফিকুর রহমান কথন বলেন, আমার বাবা এক বছর ধরে নাই, সবার বাবা স্কুলে আসে আমার বাবা আসে না। আমার বাবাকে নাকি মেরে ফেলছে। আসামীরা বাড়ীর সামনে দিয়ে যাতায়াত করে এবং আমাদের মারার জন্য হুমকি দেয়। আসামীদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে দেখে আমার খুব কষ্ট হয়। প্রশাসন কিছুই করছে না।

মানববন্ধনে নিহত ছানোয়ার হোসেন ছেলে ও স্ত্রী আসামীদের অতিদ্রুত আইনের আওতায় এনে শান্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে নগর জালফৈ এলাকায় মারামারির ঘটনায় তিনি নিহত হন।