নাটোর পূবালী ব্যাংক নতুন ভবনে স্থানান্তর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮ পিএম, রোববার, ৩ নভেম্বর ২০১৯ | ১২২২

নাটোরে পূবালী ব্যাংক প্রধান শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

রোববার এ উপলক্ষ্যে শহরের আলাইপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে কাজী টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান।

প্রধান অতিথি গ্রাহকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং সেবার মান বৃদ্ধির আশ্বাস দেন। তিনি পূবালী ব্যাংক লিমিটেডের ৬০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংক এর গ্রাহক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ব্যাংক ভবনের দ্বারোদ্ঘাটন করে একটি কেক কাটেন।

শাখা ব্যবস্থাপক মোঃ নাহিদ বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনৃুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, মীর হাবিবুল আলম, মোঃ কামাল উদ্দিন ও ফরমান খান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা এম এ আলম ও ভবন মালিক সৈকত মাহাবুব।