শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ

প্রথম পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমানদের মিলনমেলা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৪ এএম, মঙ্গলবার, ১১ জুন ২০১৯ | ৫০৪

টাঙ্গাইলের মির্জাপুরে আলহাজ¦ শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজের ১ম পুর্নমিলনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিনত হযেছে। তারা একে অপরের সাথে ভাবের আদান প্রদানসহ আড্ডা গল্প এবং ফটো সেশনের মাধ্যমে দিনের অধিকাংশ সময় পার করে।

মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১০ সালে প্রতিষ্ঠিত আলহাজ¦ শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজের ১ম পুর্নমিলনী অনুষ্ঠানকে ঘিরে গত দুইমাস যাবতই এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল পুরো কলেজ ক্যাম্পাসে। শিক্ষার্থীদের এই আনন্দঘন মিলনমেলাকে আরো উৎসবের আমেজে রুপ দিতে অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) মো. মাইনুল হক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন,কলেজের দাতা সদস্য মো. শফি উদ্দিন মিঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বোস বিপ্লব কুমার, পূনর্মিরনী অনুষ্ঠানের আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, কেনদ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হতে থাকেন। অল্প সময়ের মধ্যে প্রাক্তন ও বর্তমাদের মিলনমেলায় পরিনত হয় পুরো ক্যাম্পাস। লৌহজং নদীর তীর ঘেষা মনোরম প্রাকৃতিক পরিবেশের এই কলেজ ক্যাম্পসে দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের কোন কমতি ছিলনা। তারা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান, আড্ডা, গল্প আর ফটোসেশনের মধ্যদিয়ে দিনের অধিকাংশ সময় পার করেন। মধ্যাহ্ন ভোজের পর শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।