নাগরপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৮ পিএম, শনিবার, ২ নভেম্বর ২০১৯ | ৪২৪

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়ীদের উদ্যোগে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকীগের সভাপতি বাবর আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. আবু জাফর সিদ্দিকী। 

এসময় উপজেলা সমবায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।