টাঙ্গাইলে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩ পিএম, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | ৬৫০

দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানে টাঙ্গাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুব র‌্যালী শেষে সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে যুব উন্নয়ন অধিদপ্তর এসে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন ।

এ সময় তিনি বলেন বাংলাদেশের যুব সমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে বেকার যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলতে হবে।

তিনি আরোও বলেন দেশে বিদেশে যুবদের অধিকহারে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। কাজেই প্রতিটি উপজেলায় একটি করে গ্রাম বেকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য ‘বেকারমুক্ত গ্রাম সৃজন প্রকল্প’ হাতে নিয়েছে সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জাহান আনছারী, যুব উন্নয়ন অধিদপ্তর উপ- পরিচালক আব্দুল বাছেদ প্রমুখ।