রণদা প্রসাদ সাহার জন্ম জয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের প্রতিযোগীতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | ৭০৫

এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্রে রয়েছে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠুন। শুক্রবার সকাল থেকে মির্জাপুর রণদা নাট মন্দিরে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মির্জাপুর হরিসভার উপদেষ্টা শ্যামল বণিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জন্ম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক উদয় বাংলাদেশের নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্র, যুগ্ম আহবায়ক নিরঞ্জন পাল, মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম খান, সাহাজাদপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক বিশ্বজিত সাহা, মাধবপুর আতায়কুলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আতিকুজ্জামান, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, এসডিসির নির্বাহী পরিচালক উত্তম কুমার সাহা প্রমুখ।

প্রতিযোগীতায় তিনটি ইভেন্ট চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও নৃত্যে দুটি বিভাগে প্রায় অর্ধশতাধিক শিশু কিশোর অংশ নেয়।

উল্লেখ, আগামী ৮ নভেম্বর উত্থান একাদশীতে দানবীর রণদা প্রসাদ সাহার জন্ম জয়ন্তী মির্জাপুর রণদা নাট মন্দির এবং কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে অনুষ্ঠিত হবে। বিশিষ্ঠ নাট্যকার মামুনুর রশিদ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জন্ম জয়ন্তী উদযাপন কমিটির সমন্বয়ক লিটন চক্রবর্তী জানিয়েছেন।