খালেদা প্যারলে নয় জামিনে বিদেশ যেতে চান: আব্দুর রাজ্জাক

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | ৫৫৮

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়া প্যারলে নয়,জামিনে বিদেশ যেতে চান। তিনি বিদেশ যাওয়ার জন্য অসুস্থ্য তার ভান করছেন। অথচ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা বলছেন তিনি সুস্থ্য। আর বিএনপি তাদের নেত্রীর চিকিৎসার নামে রাজনীতি করছে। খালেদা জিয়া দূর্ণীতি করে জেলে আছেন। তাকে মুক্ত করার জন্য বিএনপি আন্দোলন করছে। কিন্তু তাদের আন্দোলনে মানুষের সারা নেই। জনগনতাদের সাথে নেই। কারাবন্দি খালেদা জিয়া জামিন পাবেন কিনা তা আদালতের বিষয়। 

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। অপরদিকে, খালেদা জিয়া দেশ শাসনের নামে এতিমের টাকা চুরি করে খেয়েছে।  বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। 

মন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্য বলেন, আপনাদের পায়ের নিচে মাটি নাই।  জনবিছিন্ন হয়ে গেছে দলটি।  যদি জনগণ আপনাদের পাশে থাকতো তাহলে আপনাদের আন্দোলন সফল হত। আপনাদের আন্দোলনে জনগণ আসে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর অনেক উচ্চতায় নিয়ে গেছে।  সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়নে বিষ্ময় প্রকাশ করেছে। তিনি বলেন, কৃষিক্ষেত্রে অনন্য সাফল্য এসেছে।  খাদ্যে ঘাড়তি নাই।  

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাংসদ জোয়াহেরুল ইসলাম, ছোট মনির এমপি প্রমুুখ। 

এতে আরো জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলো। 

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি। এর আগে সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।