‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯ পিএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৫৩৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতাদের একমাত্র সংগঠন ‘বন্ধু’র ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
 
অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবেদিন কবির কে সভাপতি ও ফার্মেসী বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী শাখাওয়াত শাওন সাধারণ সম্পাদক কে ৩৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট হেলথ কমিটি ঘোষণা করেন ২০১৮-১৯ কার্যকরী পরিষদের সভাপতি মো. আশরাফুর রহমান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক শাহবাজ ইব্রাহীম সানি।
 
কমিটির অন্যান্য পদে আছেন- সহ সভাপতি জান্নাতুল নাঈম সিনথিয়া, মাহের রাহাত, সুপ্রিয় সেন; যুগ্ম সাধারণ সম্পাদক তনিমা তাবাসুম প্রভা, সায়মন আহমেদ, রাসেল; সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, ফাহিম আহমেদ; অর্থ সম্পাদক মারুফ আহমেদ; দপ্তার সম্পাদক দিবস সাহা; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানসুরা তালুকদার, প্রচার সম্পাদক লাকি হামিদসহ প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন; সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন সংগঠনের নেতৃবৃন্দ।