টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেফতার ১


টাঙ্গাইলে ২৫৫ পিস ইয়াবাসহ শামীম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার টাঙ্গাইল জেলার সদর থানার দাইন্যা ইউনিয়নের দ্যাইনা কালিবাড়ী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আটককৃত সদর উপজেলার কাঠুয়া যুগনী এলাকার আ. সাত্তার মিয়ার ছেলে।
র্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর একটি আভিযানিক দল দাইন্যা ইউনিয়নে অভিযান চালায় র্যাব। সে সময় ২৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।