রংপুরে মাদক ব্যবসায়ীরা গঠন করছে সিন্ডিকেট

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১ এএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৪৯৩

রংপুরের পালিচড়া ও তালতালা ( ভীমের গড়ের) কিছু মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রনে আবার নতুন করে গঠন করা হয়েছে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট বলে অভিযোগ ওঠেছে।

গোপন সুত্রে জানায় যে,এই সিন্ডকেটে রয়েছে পুলিশের পরিচয় ধারী সোর্স, রাজনীতিক নেতা কর্মীসহ সমাজপস্থীরা।

আরো জানা যায়, নতুন পুরাতন মিলে গঠকরা হয়েছে এই সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাদক পাচার  বহণ কারীরা হল স্কুলপুড়া শিক্ষার্থী।

নাম প্রকাশে অনুচ্ছক ব্যক্তিরা জানান, আমরা বার বার ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে জানানোর পরও কোন ফল পাইনাই। তারা আরোও জানান আমার সরাসরি তাদের বিরুদ্ধে কোন কথা বলতে পারি না কারণ কথা বললে তারা ( সিন্ডিকেটের ) সদ্যসরা মারধর সহ না রকম হুমকি দেয়। তাই আমারা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

নাম প্রকাশে অনুচ্ছক আরোও এক ব্যক্তি বলেন যদি এই ভাবে  চলতে থাকে তাহলে যুবসমাজ ধ্বংস হত খুব বেশী সময় লাগবে না। এই সিন্ডিকেট সুধৃ মাদক ব্যাবসায় নিয়ন্ত্রন করে না। তারা ক্লাব খুলে প্রশাসনের ও লোকচক্ষুর আড়ালে এই কর্মকান্ড চালাচ্ছে। এই সিন্ডিকেট মাদক জুয়া সহ সব অপরাধের মুল হোতা। তাই আমারা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

ইউনিয়ন পরিষদে ও মুটোফোনে ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।